Site icon janatar kalam

কর্পোরেটর নিবাস দাস ও অভিষেক দত্তের উদ্যোগে কচিকাচাদের মধ্যে দেওয়া হয় খাদ্য এবং পাঠ্য সামগ্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭রামনগর বিধানসভার ভগৎ সিং কলোনী, বর্ডার এলাকায় ১৫নং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস ও কর্পোরেটর অভিষেক দত্তের নেতৃত্বে,এবং যুব মোর্চার সহযোগিতায় বাবা সাহেব এর ৬৭তম তিরোধন দিবস উপলক্ষে এলাকার ক্ষুদে শিশুদের মধ্যে খাতা কলম, বিস্কিট, চকলেট বিতরণ করা হয়। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে।

Exit mobile version