জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজের অন্তিম ব্যক্তির কাছে উন্নত স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য । শুক্রবার কদমতলা, ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষেএই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবা সম্পর্কে বিস্তৃতভাবে অবহিত হয়। এদিন নতুন ভবন পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং চিকিৎসকদের মধ্যে সেবামূলক মানসিকতা দেখে মুখ্যমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন।