জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রাণীরগাঁও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক লাভ্যার্থী সম্মেলন ও কৌশল_মেলা। মেলার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,এই ধরণের কৌশলমেলা হচ্ছে একটি শিবির-ভিত্তিক পদ্ধতি যা শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য সচেতনতা তৈরি করতে এবং উপযুক্ত প্রার্থীদের তালিকাভুক্ত করতে বিশেষভাবে সাহায্য করে। এই ধরনের শিবির শুধুমাত্র প্রধানমন্ত্রীকৌশলবিকাশযোজনা স্কিমের অধীনে উপলব্ধ বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণের বিকল্পগুলি সম্পর্কে তথ্য প্রচার করে না, পাশাপাশি শিক্ষিত বেকার যুবক-যুবতীদের সম্ভাব্য কর্মজীবনের পথ এবং সম্ভাব্য আয় তৈরির সুযোগগুলির রূপরেখাও তৈরী করে দেয়। কৌশল মেলার পাশাপাশি এদিনের লাভ্যার্থীসম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী , লাভ্যার্থীদের সবাইকে, অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।বলেন, আপনাদের চেহারায় আজ আনন্দ ও উচ্ছ্বাস, একটি সুখময় জীবনের লক্ষ্যে বড় স্বপ্ন বাস্তবায়নের আনন্দ। আপনাদের চোখে-মুখে আমি এই আনন্দের ঝলক দেখতে পাচ্ছি। এটাকেই আমরা বলি, ‘সবকাসাথ, সবকাবিকাশ, সবকাবিশ্বাস অউর সবকাপ্রয়াস’। আপনাদের এই খুশি আপনাদের জীবনকে সচ্ছল করে তুলুক, এটাই আমাদের জন্য সবচাইতে বড় আশীর্বাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনা ,সামাজিক ভাতা,কিষাণ ক্রেডিট কার্ড,প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা,আয়ুষ্মান ভারত,সুসংহত শস্য বীমা প্রকল্প,বেটি বাঁচাও বেটি পড়াও,প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা,প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এর সমস্ত সুবিধাভোগী সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অন্যান্য জনহিতকর প্রকল্পের লাভ্যার্থীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরি | এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন,পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জিরানিয়া মহকুমার মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, জিরানিয়া ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শোভামণি দেববর্মা, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়ার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিতোষ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।