Site icon janatar kalam

উশৃংখল পার্টি রাজ্যে থাকলে রয়েছে সিপিআইএম, কংগ্রেস ও তৃনমূল : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উশৃংখল পার্টি রাজ্যে থাকলে রয়েছে সিপিআইএম, কংগ্রেস ও তৃনমূল। ভারতীয় জনতা পার্টি জাতপাত বিচার করে চলে না। কে কোন দলের সমর্থক তাও বিচার করে না। ভারতীয় জনতা পার্টির সরকার দল দ্বারা পরিচালিত হয় না। জনগণ দ্বারা পরিচালিত হয়। বিগত ৩৫ বছর আমরা কোন সন্ত্রাসের সরকার দেখেছি ? দলীয় কর্মী ছাড়া কেউ চাকরি পাবে না। বিগত দিনে বিভিন্ন সরকারি অফিসে চাঁদা সংগ্রহ করত ঐ দল। খোয়াই জেলা সদরের লাল ছড়া ব্রিজ সংলগ্ন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কার্যালয়ের নতুন পাকা ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ২০২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৬০ আসেই জয়ী হবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত, শিল্প বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান টিংকু রায় সহ অন্যান্যরা।

Exit mobile version