Site icon janatar kalam

ডেড বডি নিয়ে ঘৃণ্য রাজনীতির চক্রান্ত ভেস্তে দিল পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চরিলামে রাজনৈতিক সংঘর্ষে নিহত সহিদ মিয়ার মৃতদেহ হাসপাতাল মর্গ থেকে বের করা নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করেছে সিপিআইএম।সিপিআইএম দলের নেতাকর্মী সমর্থকদের ইচ্ছে ছিল রাজনৈতিক সংঘর্ষে নিহত সহিদ মিয়ার ডেড বডি নিয়ে মিছিল করতে করতে চরিলামে গিয়ে পৌঁছাবে। তার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে জিবি হাসপাতাল মর্গে সামনে গিয়ে গাড়ি নিয়ে হাজির হয়েছিল সিপিআইএম নেতৃবৃন্দ। সেখানে বাদ সাধে পুলিশ। রাজ্য পুলিশের কাছে আগেই খবর ছিল মৃতদেহ নিয়ে ঘৃণ্য রাজনীতি করতে পারে সিপিআইএম দল। পুলিশ পুলিশের আইন অনুযায়ী মৃতদেহ কড়া নিরাপত্তায় মাধ্যমে পৌছে দেবে বাড়িতে। এ নিয়ে বাক-বিতণ্ডা হয় পুলিশ ও সিপিআইএম কর্মী-সমর্থকদের মধ্যে। উত্তেজিত সিপিআইএম কর্মীরা পুলিশের আইন মানতে নারাজ হয়ে শেষ পর্যন্ত ঘেরাও করে পুলিশ হেডকোয়াটার। এখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পুলিশি ভূমিকার তীব্র নিন্দা জানান। শেষ পর্যন্ত পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দের কাছ থেকে সুস্পষ্ট আশ্বাস পেয়ে পিছু হটতে বাধ্য হয় আন্দোলনকারীরা। পুলিশ আশ্বাস দিয়েছে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। পাশাপাশি সিপিআইএম কর্মী সমর্থকদের প্রতি আহ্বান রেখেছে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। একটা মৃতদেহ নিয়ে রাজধানী আগরতলা দিনভর বিক্ষোভ মিছিল পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও , হাসপাতাল মর্গে সামনে উত্তেজনা পরিস্থিতি , সবকিছু মিলিয়ে সরগরম করতে চেয়েছিল সিপিআইএম। যদিও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা ও সময় উপযুক্ত পদক্ষেপের ফলে পরিবেশ উত্তপ্ত করতে পারেনি চক্রান্তকারীরা।

Exit mobile version