Site icon janatar kalam

১৩ দফা দাবিকে সামনে রেখে এবার সোচ্চার হল বামপন্থী মোটর শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পরিবহন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট মোট ১৩ দফা দাবিকে সামনে রেখে এবার সোচ্চার হল বামপন্থী মোটর শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন। দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হল শ্রমিকদের অর্জিত অধিকার খর্ব করা চলবে না, মোটর শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদান, সমকাজে সমবেদন, সিএনজি গ্যাস সহ পেট্রো পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা ইত্যাদি। এই দাবিগুলি আদায়ের লক্ষ্যে এবার ইউনিয়ন পরিবহন দপ্তরের আধিকারিকের কাছে প্রদান করল ডেপুটেশন। বুধবার ইউনিয়নের উদ্যোগে আগরতলা মোটর স্ট্যান্ড থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহন দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে মিলিত হয়। পরে সেখান থেকে ইউনিয়নের এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবী সমাজ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এদিনের এই গণডেপুটেশন কর্মসূচির নেতৃত্ব দেন ইউনিয়নে রাজ্য সাধারণ সম্পাদক মানিক সাহা।

Exit mobile version