জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের নির্বাচনী প্রাক প্রচারে বিরোধীদের টেক্কা দিয়ে কয়েক কদম যেন এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। দলের প্রদেশ কমিটির সিদ্ধান্ত মোতাবেক গোটা রাজ্য জুড়ে চলছে এখন ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচি। যে কর্মসূচি চলবে আগামী তিন ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি বিধানসভার বুথ ভিত্তিক চলছে এখন এই অভিযান। আর এতে শামিল হচ্ছেন নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে দলের স্থানীয় নেতৃত্ব। অভিযান কালে নেতৃত্ব, রাজ্যের বর্তমান সরকার সাধারণ নাগরিকদের জন্য কি কি কাজ করেছে এবং আগামী দিন কি কাজ করবে, তার তথ্যসমৃদ্ধ রিপোর্ট কার্ড তুলে ধরছেন ভোটারদের সামনে। বুধবার এমনটাই দেখা গেল বড়দোয়ালী বিধানসভার ১৮ নং বুথ এলাকায়। আগরতলা পৌর নিগমের ২০ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এই এলাকায় এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচি সংঘটিত করলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত। প্রচারকালে শ্রীমতি দত্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করে সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি তুলে ধরে আবারো বিজেপি সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।