জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মাটিতে পা রেখেই বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে মঙ্গলবার উদয়পুরে এলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড়। উপরাষ্ট্রপতিকে নিয়ে হেলিকপ্টার উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে অবতরণ করলে সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাগত জানান উপরাষ্ট্রপতিকে। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , গোমতী জেলা শাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।পরে জাতীয় সড়ক ধরে মাতাবাড়ি পৌঁছে উপরাষ্ট্রপতি সোজা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে । মন্দিরে পৌঁছে স্বস্ত্রীক পুজো দেন উপরাষ্ট্রপতি । পুজো শেষে ত্রিপুরেশ্বরী মন্দিরের চারদিক প্রদক্ষিণ করেন তিনি। পরবর্তী সময়ে ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে ভূয়সী প্রশংসা করেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড়।