জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম নেতারা এখন দেওলিয়া হয়ে গিয়েছে। পুরো দুনিয়া থেকে মুছে গেছে সিপিআইএম এর নাম। আর কংগ্রেস দল যে দলটা এতদিন গান্ধী পরিবার আগলে রেখেছিল , তাওতো গান্ধী উপাধিটা ধার করা। এটাতো নেহেরু পরিবার , এখন সেই পরিবার থেকেও কংগ্রেসের সভাপতির পদ চলে গিয়েছে খারগের হাতে। এই কংগ্রেসও এখন মুছে যাবে। রবিবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ঘরে ঘরে বিজেপি অভিযানে গিয়ে মুড়াপাড়ায় আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। বিজেপি গোমতী জেলার সভাপতি অভিষেক দেব রায় প্রমূখ।