জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৭শে নভেম্বর দলিত শোষণ মুক্তি মঞ্চের প্রতিষ্ঠা দিবস। বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দলিত শোষণ মুক্তি মঞ্চের নবম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। সংবিধান বাঁচাও ত্রিপুরা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে রবিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানটি। সেখানে সংগঠনের পতাকা উত্তোলন করেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি বিধায়ক রতন ভৌমিক। ছিলেন সংগঠনের সমিতি রাজ্য সম্পাদক বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব। পরে উপস্থিত নেতৃত্ব সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন বিধায়ক সুধন দাস বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে ষোল দফা চার্জশিট তৈরি করে চলছে আন্দোলন। রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই, মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবিধানে যেসব অধিকার দেওয়া হয়েছে, এসব কিছু এখন ধ্বংস করার চেষ্টা চলছে। তিনি এদিন আরো জানান আগামী তিন থেকে পাঁচ ডিসেম্বর বিহারে অনুষ্ঠিত হবে দলিত শোষণ মুক্তি মঞ্চের তৃতীয় সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলনে রাজ্য থেকেও ১৮ জনের এক প্রতিনিধি দল অংশ নেবে।