Site icon janatar kalam

রিপোর্ট কার্ড নিয়ে কার্য কর্তারা ঘর ঘর অভিযানে যাবেন : রাজীব ভট্টাচার্য্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার থেকে প্রতিটি মন্ডলে শাসকদলের মন কি বাত অনুষ্ঠান শেষে রিপোর্ট কার্ড নিয়ে কার্য কর্তারা ঘর ঘর অভিযানে ছুটবেন। সরকার যে মানুষের জন্য কাজ করছে সেটা রিপোর্ট কার্ডে উল্লেখ করে জনগণের সামনে তুলে ধরা হবে…। এর ভিত্তিতেই শনিবার বি জে পি-র প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য দলীয় কার্যালয় এক সাংবাদিক সম্মেলনে জানান ৬০ টি আসনেই জয়লাভ করে দল পুনরায় সরকার গঠন করবে। পাশে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ২০১৮ সালের পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলার অনেক উন্নতি সাধিত হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোন করাপশনের আঙ্গুল তুলতে পারেনি। সেই পথেই চলছে রাজ্য সরকারও। করাপশন ফ্রী সরকার চালাচ্ছি সেই বিশ্বাস নিয়ে আমরা মানুষের কাছে যাব। ফিল গুড বাতাবরণ তৈরি হয়েছে রাজ্যে। শনিবার দলীয় মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের পাঁচ বছরের কাজের রিপোর্ট কার্ড তৈরি। সেই রিপোর্ট কার্ড নিয়ে দলের কার্য কর্তারা ঘর ঘর অভিযানে যাবে। মানুষের জন্য সরকার যে সমস্ত কাজ করেছে এবং বাস্তবায়ন করে চলেছে সেসব বিধানসভা ভিত্তিক তৈরি করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বললেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। ২০১৮ সালের নির্বাচনের আগে ভিশন ডকুমেন্ট এ যেসব কথা বলা হয়েছিল তার কতটুকু বাস্তবায়ন হয়েছে , সেটা নিশ্চয়ই জনগণ জানতে চাইবে , মাঝে মাঝে বলা হয়ে থাকে ভিশন ডকুমেন্ট থেকেও বেশি কাজ হয়েছে। নিশ্চয়ই সেসবও রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে।

Exit mobile version