janatar kalam Home রাজ্য আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যু ১৫ হাজার শূকর, জারি হাই অ্যালার্ট
রাজ্য

আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যু ১৫ হাজার শূকর, জারি হাই অ্যালার্ট

একদিকে করোনা আতঙ্কে পৃথিবী, অপরদিকে আবির্ভাব ঘটেছে আফ্রিকান সোয়াইন ফিভারের। এই রোগের জেরে অসমে ইতিমধ্যে ১৫ হাজার শূকরের মৃত্যু হয়েছে। এই ভাইরাস ছড়িয়ে পড়ছে নতুন নতুন জায়গায়। অসমের শুপালন মন্ত্রী অতুল বোরা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অসমের এই ক্রমবর্ধমান সংকটের কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রতিদিন মৃত্যু বাড়ছে। ১০ টি জেলা ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যেই ১৪, ৯৯৯ টি শূকর মারা গেছে এবং চিন্তার বিষয় সংখ্যাটি বাড়ছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে। অসম সরকারের এই মন্ত্রী বলেন, “প্রথমদিকে ছয়টি জেলা ক্ষতিগ্রস্থ হয়েছিল কিন্তু এখন এটি ৩৩ টি জেলার মধ্যে ১০ টি জেলায় ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকার নানান প্রতিরোধ মূলক ব্যবস্থা নিলেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে নতুন নতুন জায়গায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আফ্রিকায় জন্ম নেওয়া এই ফ্লু ইউরোপ মহাদেশ হয়ে এশিয়াতে ঢুকে পড়েছে। তারপর কোনওভাবে তা এদেশে পা-রেখেছে। এর আগে দেশে এই রোগ কখনও ছড়িয়ে পড়েনি। অসম সরকারের দাবি, চিন থেকে এই রোগ ভারতে এসেছে। পাশাপাশি তিনি বলেন আমরা ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে ১ কিমি অঞ্চল কন্টেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছি এবং ১০ কিমি অঞ্চলে নজরদারি চালানোর ব্যবস্থা করেছি। ”

Exit mobile version