জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : ত্রিপুরার পুন্য ভূমিতে সন্ত্রাসের আশ্রয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নকারীদের কোনো স্থান নেই l সংস্কৃতির শহর খোয়াইয়ের গরিমাকে ক্ষুন্ন করতে উন্নয়ন বিরোধীরা উদগ্রীব l রাজ্যে সন্ত্রাসের জন্মদাতাদের আশ্রিত দুর্বৃত্তদের পূর্বপরিকল্পিত অতর্কিত প্রাণঘাতী আক্রমনে গুরুতর আহত হন বিজেপি কার্যকর্তা সহ বেশ কয়েকজন। মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের। বৃহস্পতিবার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কার্যকর্তা সন্তোষ দাসের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন শ্রী দেব l প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন,রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লক্ষ্যে রাজ্যে সংগঠিত এই ঘৃণ্য ষড়যন্ত্রের সমীচীন জবাব দেবেন l এদিন দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে এক অগ্নিকান্ডের ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে, আহত হওয়া কর্তব্যরত অগ্নি নির্বাপক দপ্তরের চারজন কর্মীদের স্বাস্থ্যের উন্নতি সম্পর্কেও খোঁজখবর নেন বিপ্লব কুমার দেব l শ্রী দেব বলেন, নাগরিকদের জীবন-সম্পদ রক্ষার্থে কর্তব্যের প্রতি দায়বদ্ধতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা উচ্চ-প্রশংসনীয় ও সাধুবাদ যোগ্য l শ্রী দেব প্রত্যেকের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছে।