Site icon janatar kalam

শীতের আগমনে হাজার মাইল পাড়ি দিয়ে ত্রিপুরায় আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শীতের আগমনে প্রতিদিনই একটু একটু করে নিম্নমুখী হচ্ছে তাপমাত্রার পারদ।আগরতলা আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেন্টিগ্রেড থেকে ১৯ ডিগ্রী সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করছে।প্রতি বছরের মতো এবছরও শীত আসার সঙ্গে সঙ্গে হাজার মাইল পাড়ি দিয়ে ত্রিপুরায় আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। এই পাখিগুলো মূলত আগরতলার কলেজ টিলা সরোবর, পশ্চিম জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর, হাঁপানিয়া ইত্যাদি এলাকার জলাভূমিতে আসে। পশ্চিম জেলার জলাভূমিগুলোতে ইতোমধ্যে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে এমনটাই দেখা গেল আগরতলা কলেজ টিলার জলাশয়ে। সাইবেরিয়ান পরিযায়ী পাখিগুলি অনেকটা দেখতে বালি হাঁসের মত। শুধু তাই নয়, এই সময়ে দূরদূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন আকারের বক সহ আরো নানা প্রজাতির পাখি। আর এই পাখি দেখতে সকাল বিকেলে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বহু মানুষ। এই মুহূর্তে খুব অল্প সংখ্যক পরিযায়ী পাখি এসেছে এখানে। এদের মধ্যে বেশিরভাগই বালিহাঁস। শীতের তীব্রতা বাড়লে পাখিদের সংখ্যা বাড়বে।কলেজটিলা এলাকার পাখি প্রেমী এক নাগরিক জানান, প্রতিবছরই এখানে নানা প্রজাতির পরিযায়ী পাখি ছুটে আসে। আর এই পাখি দেখতে প্রচুর মানুষ ভিড় করেন এখানে। তবে পুকুরের চারিদিকে যেভাবে জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে, তাতে করে সৌন্দর্য অনেকটা নষ্ট হচ্ছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন জলাশয়ের চারিদিকের জঙ্গল পরিষ্কারে যেন এগিয়ে আসে প্রশাসন।

Exit mobile version