Site icon janatar kalam

ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতি প্রতিবছরের মত এবারও প্রদান করল মাধ্যমিকোত্তর ছাত্রবৃত্তি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা শিক্ষক বেসরকারি সমিতি প্রতিবছরের মত এবারও প্রদান করল মাধ্যমিকোত্তর ছাত্রবৃত্তি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সংগঠনের রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয় জন মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। এদিনের এই মাধ্যমিকোত্তর ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক শৈলেন কুমার চৌধুরীর সন্তান আগরতলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌমেন চৌধুরী। উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহাসম্পাদক অঞ্জন রায় চৌধুরী, কমিটির চেয়ারম্যান ননীগোপাল চক্রবর্তী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সুরেশ চন্দ্র সাহা, বিশিষ্ট আইনজীবী নিহারেন্দু মজুমদার প্রমূখ। অনুষ্ঠানের ছাত্রবৃত্তির প্রাপকরা হলেন সাগর নাথ, বিশাখা দেব, প্রতীক পাল, শুভঙ্কর মজুমদার, ফৈজল আহমেদ সরকার, শিবাঙ্গি ঘোষ, কৌশিক ঘোষ, কিশন শীল ও অর্পিতা পাল।

Exit mobile version