জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সততার অনন্য নজির রাখল এক দম্পতি।১৮হাজার টাকা ভর্তি মানিব্যাগ পেয়ে জমা করে দিল থানায়। রাজ্য পুলিশ ও সাংবাদিকদের পক্ষে সৎ ওই দম্পতিকে জানানো হল সংবর্ধনা। চন্দ্রপুর এর বাসিন্দা সুস্মিতা সরকার ও রাজু গৌড় মঠ চৌমুহনীতে ডাক্তার দেখাতে এসে রাস্তায় কুড়িয়ে পায় টাকাভর্তি মানিব্যাগ। চেষ্টা করেছিল মালিকের হাতে পৌঁছে দিতে। কিন্তু সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত তুলে দেয় থানার পুলিশের হাতে। উল্লেখ্য রাজু গৌড় পেশায় একজন গাড়ি মেকানিক এবং সুস্মিতা সরকার হকার্স কর্নার একটি দোকানে চাকরি করে। অত্যন্ত যুদ্ধের সংসার হলেও টাকার প্রতি বিন্দুমাত্র লোভ নেই তাদের। এদিনের সততা এটাই প্রমাণিত করল কঠোর পরিপরিশ্রমি এই দম্পতিকে।