জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬৯ তম সমবায় সপ্তাহ উপলক্ষে গোটা রাজ্যের জুড়ে চলছে এখন নানা কর্মসূচি। আর তারই অঙ্গ হিসেবে শনিবার বামুটিয়া দুর্গা বাড়ি চা বাগানে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। ত্রিপুরা স্টেট কোপারেটিভ এর উদ্যোগে এবং দুর্গাবাড়ি চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দাস, গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান সমীর দাস, দুর্গা বাড়ি চা বাগানের সম্পাদক বংশী তাঁতিসহ আরো অনেকে। চা বাগান শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এদিনের এই আলোচনা সভায় কিভাবে সমবায়ের মাধ্যমে সমাজের নিচু স্তরের মানুষের আর্থিক উন্নয়ন সম্ভব, তা তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।