জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫৭ মাউন্টেন আর্টিলারি ব্রিগেডের লিচুবাগানস্থিত আগরতলা স্টেশনের কমান্ডার ব্রিগেডিয়ার নীলেশ চৌধুরী, লেফটেন্যান্ট কর্ণেল, গগনদ্বীপ গোগিয়া, ক্যাপ্টেন অবিনাশ আহরোদিয়া শুক্রবার সচিবালয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সচিব অভিষেক সিং॥