Site icon janatar kalam

প্রথা মেনে শুরু হলো দুর্গা বাড়িতে কাত্যায়নী পূজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত। শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা।লোকবিশ্বাস অনুযায়ী, তার গাত্রবর্ণ দুর্গার মতোই লাল।সাধারণত দেবী কাত্যায়নী সিংহের উপর চড়ে চার হাত দিয়ে চিত্রিত। তিনি তার বাম হাতে একটি পদ্মফুল এবং তলোয়ার বহন করেন এবং তার ডান হাতটি অভয়া এবং ভারদা মুদ্রায় রাখেন। দেবী কাত্যায়নীকে একজন যোদ্ধা-দেবী হিসেবেও উল্লেখ করা হয় এবং এই কারণেই তিনি মা দুর্গার অন্যতম শক্তিশালী রূপ হিসেবে সমাদৃত হন। বিশ্বাস অনুসারে, দেবী কাত্যায়নী মহিষাসুরকে বধ করেছিলেন। কথিত আছে যে দেবী কাত্যায়নী কাত্য নামক এক ঋষি দ্বারা লালিত-পালিত হয়েছিল, তাই তার নাম রাখা হয়েছিল কাত্যায়নী।এরকম নানা কথা প্রচলিত রয়েছে এই পূজাকে ঘিরে। তবে বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও প্রথা মেনে তিথি অনুযায়ী প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা। যদিও কোন বাড়িঘর কিংবা সামাজিক সংস্থার উদ্যোগে নয়। রাজন্য স্মৃতি বিজড়িত আগরতলা দুর্গা বাড়িতে প্রতি বছরই সরকারিভাবে অনুষ্ঠিত হয় এই পূজা। এবারও যেন তার ব্যতিক্রম নয়। শুক্রবার এমনটাই দেখা গেল দুর্গা বাড়িতে। প্রথা মেনে এদিন থেকে শুরু হলো দুর্গা বাড়িতে এই কাত্যায়নী পূজা।

Exit mobile version