Site icon janatar kalam

রাজ্যের সরকারী কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আগামী দিনে লড়াইয়ের বার্তা দিলেন ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে
আগামী ২০ নভেম্বর রাজ্য ভিত্তিক একদিনের কনভেনশনের আয়োজন করে ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন। রাজধানীর রবীন্দ্রভবনে হবে এই কনভেনশন। শুক্রবার আগরতলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলন একথা জানান ফেডারেশনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক শ্যামল সাহা, রাজ্য নেতৃত্ব রঞ্জিত দাস, সন্তোষ পাল সহ আরো অনেকে। নেতৃত্বরা জানান রাজ্যের সরকারী কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আগামী দিনের লড়াইয়ের কৌশল নির্ধারন করতেই এই কনভেনশনে। কনভেনশনের উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস পর্যবেক্ষক অজয় কুমার। এছাড়াও থাকবেন বিধায়ক সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন আরো অনেকে।

Exit mobile version