Site icon janatar kalam

ডিসেম্বরের মধ্যেই রাজ্যের প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে পর্যালোচনা বৈঠকে দপ্তর আধিকারিকদের নির্দেশ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর প্রজ্ঞাভবনে পানীয়জলওস্বাস্থ্যবিধান দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে জলজীবন মিশনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী । আলোচনায় শ্রী চৌধুরী বলেন ,আমাদের লক্ষ্য ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি নাগরিকের বাড়িতে জলজীবনমিশনের মাধ্যমে পরিশ্রুত পানীয়জল পৌঁছে দেওয়া। এই লক্ষ্য নিয়ে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের কর্মী এবং আধিকারিকদের মিশন মুডে কাজ করতে হবে। এ দিনের পর্যালোচনা বৈঠকে জলজীবনমিশন প্রকল্প বাস্তবায়নে যেসব সমস্যা বা চ্যালেঞ্জ রয়েছে সেগুলি কাটিয়ে এই প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মন্ত্রীর নির্দেশ দেন। মন্ত্রী জানান,জলজীবনমিশন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে দপ্তরের শীর্ষস্তর থেকে যা যা সহায়তা করা দরকার সেটা করা হবে। এই মিশনের সফলতা নির্ভর করছে সংশ্লিষ্ট কর্মী আধিকারিকদের উপর। সবাইকে মনে রাখতে হবে আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্যের প্রায় সব পরিবারে পানীয়জলের সংযোগ পৌঁছে দিতে হবে। টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে সংশ্লিষ্ট এজেন্সিগুলি সময় মতো প্রকল্পের কাজ শুরু করতে পারে না। বৈঠকে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়নও দ্রুতগতিতে সেরে ফেলার জন্য নির্দেশ প্রদান করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সচিব অভিষেক সিং, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মূখ্য বাস্তুকার শ্যাম লাল ভৌমিক,জল এবং স্বাস্থ্যবিধান সহায়তা সংস্থা’র ত্রিপুরার দ্বায়িত্বপ্রাপ্ত অধিকর্তা তত্বাবধায়ক বাস্তুকার রাজীব_মজুমদার সহ বিভিন্ন সার্কেলের ও ডিভিশনের তত্বাবধায়ক,নির্বাহী,সহকারী বাস্তুুকারেরা ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রতিনিধিরা

Exit mobile version