Site icon janatar kalam

নেশামুক্ত রাজ্য বানাতেই হবে আমাদের রাজ্যকে, নেশাকে সঙ্গী করে উন্নয়নের পথে হাঁটা যায়না : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর হাত ধরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হল উন্নয়নের নতুন সেতুবন্ধন আমার সরকার ওয়েব পোর্টালের। আধুনিক প্রযুক্তি নির্ভর এই পোর্টালের মাধ্যমে সরাসরি জনগন ও সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর এই ব্যবস্থা চালু করল এদিন। এদিনের এই সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য ও উপ মুখ্যমন্ত্রী যথাক্রমে ডঃ মানিক সাহা ও জিষ্ণু দেববর্মা। ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ আধিকারিকরা। এই নতুন পথ চলার সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, আধুনিক প্রযুক্তি বহুদূর এগিয়ে গেছে। তার সঙ্গে সঙ্গতি রেখে তাকে ব্যবহার করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যবস্থা যেমন পাল্টেছে তেমনী সেই পরিবর্তিত ব্যবস্থার সঠিক ব্যবহারও করতে হবে আমাদের। প্রযুক্তি এখন দুরকে নিয়ে এসেছে কাছে। খুব সহজেই তাকে ব্যবহার করে আমরা এগিয়ে যেতে পারি।এই সরকার একটা গতিশীল সরকার, মানুষের সরকার।
এদিন মুখ্যমন্ত্রী জোরের সঙ্গে বলেন, নেশামুক্ত রাজ্য বানাতেই হবে আমাদের রাজ্যকে। নেশাকে সঙ্গী করে উন্নয়নের পথে হাঁটা যায়না। অস্থিরতার মধ্য দিয়ে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়না।

Exit mobile version