জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারের উন্নয়ন প্রকল্প গুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে হবে , তবেই সঠিক বাস্তবায়ন হবে সমস্ত উন্নয়ন প্রকল্পের। ছাত্রছাত্রীদের মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব মন্তব্য মন্ত্রী সুশান্ত চৌধুরীর। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার উদ্যোগে এবং ত্রিপুরা সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহায়তায় কৃষি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এক প্রদর্শনী। আজাদী কা অমৃত মহোৎসব ও ভারত সরকারের গত আট বছরের সেবা সুশাসন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে উক্ত প্রদর্শনীতে। ১৬ নভেম্বর প্রদর্শনীটির আনুষ্ঠানিক সূচনা করেছেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী চৌধুরী এদিন কলেজ ক্যাম্পাসে আয়োজিত প্রদর্শনী মন্ডপটি ঘুরে দেখে অংশগ্রহণ করেন এক আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে বলেন , মাজের অন্তিম ব্যক্তিটি পর্যন্ত নিয়ে যেতে হবে সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি। নতুবা তার সঠিক বাস্তবায়ন কখনোই সম্ভব হবে না। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলা ও কৈলাশহরের আধিকারিক এইচ কে চ্যাং বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কর্মসূচিতে শামিল হতে হবে প্রত্যেক তবেই দেশ এবং রাজ্যের উন্নয়ন সম্ভব।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক, নৃত্য ও গান পরিবেশিত করা হয়। এছাড়াও আয়োজিত প্রদর্শনীর উপর ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন লেম্বু ছড়া ফিশারি কলেজের ডিন ডক্টর রতন কুমার সাহা , আই সি এ আর ত্রিপুরা সেন্টার হেড ডক্টর বিশ্বজিৎ দাস . ত্রিপুরা এগ্রিকালচার কলেজের প্রিন্সিপাল ডক্টর টি কে মৈত্র প্রমুখ।