Site icon janatar kalam

পালিত হলো ৬৯ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬৯ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহের সোমবার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং। রাজধানীর আগরতলা টাউন হলে এই সমবায় সপ্তাহ প্রতিপালনের মূল কেন্দ্রীয় অনুষ্ঠানটিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস,বিধায়িকা মলিনা দেবনাথ, রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান রনজয় দেব সহ সমবায় দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। সপ্তাহভর এই সমবায় সপ্তাহ রাজ্যের প্রতিটি জেলাতেও সাড়ম্বরে পালন করা হবে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের সমবায় আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং তার আলোচনায় বলেন, রাজ্যের সমবায় দপ্তর নানা ভাবে চেষ্টা করছে প্রতিটি সমবায় সমিতিকে একটি শক্তপোক্ত আর্থিক ভিতের উপর দাঁড় করাতে। এই ক্ষেত্রে বেশ কিছু সমবায় সমিতিকে দেখা যাচ্ছে নিস্ক্রিয় অবস্থায় পড়ে আছে। কেন এই নিস্ক্রিয়তা ? আর কি কারনেই বা তাদের পথ চলা থমকে আছে তার সঠিক কারন চিহ্নিত করতে হবে।রাজ্যের সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং এদিন প্রত্যয় ব্যক্ত করে বলেন, রাজ্যের গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সমবায়ের কোনও জুড়ি নেই। সমবায় সমিতির মাধ্যমে সাহস নিয়ে উদ্যোগী হয়ে কাজ করতে পারলেই আর্থিক অগ্রগতি সম্ভব। এর জন্য রাজ্য সরকার ও সমবায় দপ্তর সেই উদ্যোগীদের প্রতি যথেষ্ট আন্তরিক রয়েছে।

Exit mobile version