Site icon janatar kalam

রাজ্যেও পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিস রোগ রোগ সম্পর্কে সচেতন করে তুলতে ২০০৭ সাল থেকে উদযাপন করা হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। রাষ্ট্রসঙ্ঘের ঘোষণা অনুযায়ী ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতিবছরই গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে এই দিবসটি। এবারও যেন তার ব্যতিক্রম নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে ত্রিপুরাতে ও সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় সোমবার। বিশ্ব ডায়াবেটিস দিবসে এবছরের থিম শিক্ষায় ভবিষ্যতে নিরাপত্তা। আর এই স্লোগানকে সামনে রেখে এদিন ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। আলোচনা সভায় ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা এই রোগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Exit mobile version