জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষক কর্মচারী ও অসংগঠিত শ্রমিকদের মোট ১৩ দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামল প্রাক্তন সংসদ অজয় বিশ্বাসের নেতৃত্বাধীন কনফারডারেশন অফ ফ্রী ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার আগরতলা মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় চত্বরে সংগঠন আয়োজন করে চার ঘন্টার গণ অবস্থান কর্মসূচির। এদিনের এই গণ অবস্থান আন্দোলন কর্মসূচি থেকে আন্দোলনকারীরা তাদের দাবিগুলি নিয়ে পুনরায় জোরালো আওয়াজ তুলেন।গন অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বিগত বামফ্রন্ট সরকার ও বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন রাজ্যের শিক্ষক কর্মচারী ও অসংগঠিত শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার। সেটা বামফ্রন্ট আমল থেকেই শুরু।