জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সব কয়টি রাজনৈতিক দল নেমে পড়েছে ভোট প্রস্তুতিতে। শাসক দল বিজেপি রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্র এলাকাতেই এখন সংঘটিত করছে বুথ বিজয় অভিযান। প্রতিদিন দলের নেতারা এই অভিযানে সামিল হয়ে ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করছেন। অভিযানকালে নেতারা ভোটারদের সামনে তুলে ধরছেন সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলির কথা। শনিবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর বুথে বুথ অভিযান করলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে সভাপতি শ্রী ভট্টাচার্য এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কথা শুনলেন। একই সাথে ভোটারদের মত বিনিময় করে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার আহ্বান রাখেন। বুথ অভিযান কালে এদিন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সভাপতি হিসেবে মনোনীত হবার পর ইতিমধ্যেই তিনি রাজ্যের সব কটি জেলা পরিদর্শন করেছেন। এবার চলছে মন্ডলস্তরে অভিযান। বিজেপির এখন একটাই লক্ষ্য আগামী নির্বাচনে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত করা। আর সেই লক্ষেই এখন কাজ করে চলেছে দলের নেতা কর্মীরা।