Site icon janatar kalam

৬৯ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা রাজ্য জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারো উদযাপিত হবে সমবায় সপ্তাহ দিবস। ১৪ নভেম্বর আগরতলা টাউন হলে কেন্দ্রীয়ভাবে সূচনা হবে এবছরের ৬৯ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ দিবসটি। পরবর্তী সময়ে রাজ্যের বাকি সাতটি জেলাতে সংগঠিত করা হবে নানা কর্মসূচি। এই সমবায় সপ্তাহ উপলক্ষে ইতিমধ্যেই সমবায় দপ্তরের উদ্যোগে চলছে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা এদিন সকালে রাজধানীর প্যালেস কম্পাউন্ড স্থিত সমবায় ভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলুর মাধ্যমে সমবায় দপ্তরের চলতি কর্মসূচি গুলি জনসম্মুখে তুলে ধরা হয়। সবুজ পতাকা নেড়ে গুরুত্বপূর্ণ এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন সমবায় দপ্তরের রেজিস্টার এস মগ। এতে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ ধন দাস, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান রনজয় কুমার দেব সহ আরো বিশিষ্টজনের।

Exit mobile version