Site icon janatar kalam

অবিলম্বে শূন্য পদ গুলি পূরণ করার দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হস্ততাত ও কারুশিল্প নিগমে প্রধানমন্ত্রী গ্রিভেন সেলে রয়েছে প্রচুর সংখ্যক শূন্যপদ। দীর্ঘদিন ধরেই এই শূন্যপদ গুলি পূরণের কোন ধরনের উদ্যোগ নেই। এর মধ্যে আবার বর্তমান সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তে আরো নতুন করে ক্লাস্টার তৈরির সিদ্ধান্ত নেয়। এমনিতেই রয়েছে কর্মী সংকট তার মধ্যে আবার নতুন করে এধরনের উদ্যোগ। তবে সরকারের এই উদ্যোগ সময়োপযোগী হলেও তার সঠিক বাস্তবায়ন নিয়ে রয়েছে যথেষ্ট সন্ধিহান। কারণ একটাই কর্মীসল্পতা। শূন্য পদ রয়েছে, অথচ নিয়োগ নেই। রাজ্যের যোগ্যতা সম্পন্ন বেকারেরও অভাব নেই। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বেকাররা তাদের বক্তব্য তুলে ধরে অবিলম্বে শূন্য পদ গুলি পূরণ করার দাবি জানান। তাদের অভিযোগ বিগত সরকারের আমলেও তারা প্রতারণার শিকার হয়েছেন। তাই বিগত সরকারের প্রতি আস্থা হারিয়ে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা। তাদের বিশ্বাস রাষ্ট্রবাদী সরকার তাদের বঞ্চনা দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

Exit mobile version