Site icon janatar kalam

তিপ্রাল্যান্ডের সমাধান করতে হলে লিখিত ভাবে দিতে হবে : প্রদ্যুৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপ্রাসাকে পয়সা দিয়ে কেনা যাবে না। সমাধান করতে হলে লিখিত ভাবে দিতে হবে। আর তা না হলে আমরাই নির্বাচনে জিতে এই সমাধান নিজেরাই নতুন করে আইন বানিয়ে করবো।আমাদের সঙ্গে বহুৎ ধোকা হয়েছে। আই পি এফ টি-র সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া এবং গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন কুমার ত্রিপুরার মথায় যোগদান উপলক্ষে রাজ অন্দরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথাগুলি বললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। মথা সুপ্রিমো আরও বলেন ,তিপ্রাসাদের সবাইকে একসাথে ফাইট করতে হবে। এই ফাইট তখনই পুরণ হবে যখন থানসা হবে। সাংবাদিক সম্মেলনে মেবার কুমার জমাতিয়া বললেন আমি বিশ্বাস করি একতা ছাড়া গ্রেটার তিপরা ল্যান্ড হবে না।মহারাজ সব সময় আমাকে ডাকতেন মথায় যোগ দেওয়ার জন্য। দাবি একটাই , পৃথক রাজ্য বা গ্রেটার তিপরা ল্যান্ড। বুধবার মথায় যোগ দিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন মেবার।

Exit mobile version