জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক মেবার কুমার জমাতিয়া আইপিএফটি দল ত্যাগ করেছেন।মঙ্গলবার দলত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন দলের সুপ্রিমোর কাছে। প্রসঙ্গত আইপিএফটি বিজেপির সঙ্গে জোট রয়েছে বর্তমানে। উল্লেখ্য নারী সংক্রান্ত বিষয়ে অনেক আগেই মেবার কুমার জমাতিয়াকে রাজ্য মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল। নারী সংক্রান্ত বিষয়ে মেবার দিল্লিতে জেলও খেটেছে। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে ইস্তফা পত্র জমা দেবে মঙ্গলবারই। প্রাক্তন মন্ত্রী যোগ দিতে চলেছে তিপরা মথা দলে। যদিও দল বিরোধী কাজের জন্য আগেই মেবার কুমার জমাতিয়াকে বাদের খাতায় রেখেছিল আইপিএফটি। তবে পাহাড়ে আইপিএফটি দলেরও অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পথে। উল্লেখ্য মেবার কুমার জমাতিয়া যে তিপরা মথা দলে যোগ দেবে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল , কেননা স্ত্রীকে দিয়ে মেবার আগেই তিপরা মথা দলে লাইন দিয়ে রেখেছিল।মেবারের এই দলত্যাগ আমুল দিতে চাইছে না রাজনৈতিক মহল।