Site icon janatar kalam

দাবি পূরণের জন্য সরকারকে আন্তরিক অভিনন্দন জানালো ত্রিপুরা ডেন্টাল অ্যাসোসিয়েশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দন্ত চিকিৎসকের দীর্ঘদিনের দাবি আইন সংশোধনের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। পদোন্নতির পাশাপাশি ইতিমধ্যেই বেশ কয়েকটি পদ সৃষ্টি করে পূরণের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। দাবি পূরণের জন্য সরকারকে আন্তরিক অভিনন্দন জানালো ত্রিপুরা ডেন্টাল অ্যাসোসিয়েশন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসোসিয়েশনের সম্পাদক ডঃ সজল নাথ সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, রাজ্যের দন্ত চিকিৎসকদের বেশ কয়েকটি দাবি ছিল দীর্ঘদিন ধরে। বিগত সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসলেও কোন সুফল পাওয়া যায়নি। বর্তমান সরকারের নতুন মুখ্যমন্ত্রীর কাছে দাবিগুলি তুলে ধরতেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। দন্ত চিকিৎসার প্রসারে এবং পরিষেবা নিয়ে যাতে মানুষের কাছে পৌঁছা যায় তার জন্যই দাবি গুলি তুলে ধরা। বর্তমান মুখ্যমন্ত্রী দাবিগুলো যৌক্তিকতার স্বীকার করে ইতিমধ্যেই ডেন্টাল আইনের সংশোধন করে নতুন পোস্ট সৃষ্টি করেছে। ইতিমধ্যেই টিপিএস এর মাধ্যমে ৩৫ টি পদের মধ্যে ৩৪ টি পদে নতুন করে চিকিৎসক নিয়োগ হতে চলেছে।

Exit mobile version