জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্বশান্তি কামনায় ও মানুষের বিচারধারা পরিবর্তনের লক্ষ্যে গায়ত্রী মহাযজ্ঞে আয়োজন করা হয়েছে গায়ত্রী পরিবারের পক্ষ থেকে। রাজধানীর ডঃ বি আর আম্বেদকর স্কুলে আগামী 4 নভেম্বর বিকেল 4 টায় অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। মহাযজ্ঞ সকল অংশের মানুষের উপস্থিতি কামনা করেছে গায়ত্রী পরিবারের সম্পাদক। এদিন এক সাংবাদিক বৈঠকে গায়ত্রী পরিবারের পন্ডিত সচিদানন্দ মহারাজ এই মহাযজ্ঞের তাৎপর্য ব্যাখ্যা করেছে।