জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খাস কল্যাণপুরে দীর্ঘদিন পর উড়ল লাল পতাকা।দীর্ঘ সাড়ে চার বছর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা। রবিবার সকালে এক সভার মধ্য দিয়ে কল্যাণপুর থানা এলাকার সি পি আই এম বাগানবাজার অঞ্চল কমিটির অধীন খাস কল্যাণপুর শাখা কমিটির অফিস ঘড় খোলা হল। দীর্ঘ সাড়ে চার বছর এই দলীয় অফিসটি বন্ধ ছিল। রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় অফিসটি খোলা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, খোয়াই কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস, এবং সিপিআইএম নেতা সুভাষ নাথ, প্রমূখ।