Site icon janatar kalam

ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠছে যুব সংগঠন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ,ধর্ষণ এবং গন ধর্ষনের মত ঘটনাগুলি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিরোধী দলের মত সবকটি সংগঠন। রবিবার রাজধানীর সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছে সারা ভারত যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। তিনটি যুব সংগঠনের ডাকে এদিন এক বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে যুব নেতৃবৃন্দ বর্তমান শাসকদলকে এই ধর্ষণকাণ্ড গুলোর জন্য দায়ী করছে। অভিযোগ দুটি ধর্ষণের ঘটনায় শাসকদলীয় জড়িত। এদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। তার জন্য রাজ্যব্যাপী গণআন্দোলন গড়ে তুলবে যুব সংগঠন গুলি।

Exit mobile version