জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গন্ডাছড়া কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজন করা হয়েছে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির। ক্লিন ইন্ডিয়া 2.0 কর্মসূচির অংশ হিসেবে গন্ডাছড়া কলেজের এনএসএস ভলান্টিয়াররা কলেজ ক্যাম্পাস, মেইনরোড এবং মহাকুমা হাসপাতালে সামনের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। পাশাপাশি আবর্জনায় বন্ধ হয়ে পড়া ড্রেইন গুলিও পরিষ্কার করেছে এনএসএস ভলান্টিয়াররা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ ড: শ্রীমন্ত রায় ,ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার সুবল দেববর্মা। স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে এনএসএস ভলান্টিয়ারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী দিনে এই ধরনের কর্মসূচি রূপায়ণ করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।