Site icon janatar kalam

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ছাই

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় একটি বসত ঘর । তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে । ঘটনা গতকাল বুধবার গভীর রাতে আনুমানিক ১০ টা ৪০ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার পশ্চিম ঘিলাতলীর শ্রী কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় । ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়ার পশ্চিম ঘিলাতলীর ৫ নং ওয়ার্ডের স্থানীয় নিবাসী পূর্ণিমা দেবনাথ অন্যান্য দিনের মতোই রাতের খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে প্রবেশ করে ঘুমোতে যাওয়ার জন্য । কিন্তু হঠাৎ বাড়িতে আগুনের তীব্র লেলিহান শিখা ঝলমল করতে থাকে । নিমেষের মধ্যেই মহিলার পুরো বাড়িটি চারদিক থেকে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় । রাতে হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন লক্ষ্য করতেই স্থানীয় এলাকাবাসীর মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি ও দৌড়ঝাঁপ । সঙ্গে সঙ্গেই তড়িঘরি করে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের । কিন্তু খবর পেয়ে তড়িঘরি করে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসলেও ততক্ষণে আর শেষ রক্ষা হয় নি । চোখের সামনেই পুরো বাড়িটি আগুনের লেলিহান শিখায় ভস্মিভূত হয়ে যায় । তবে আদৌও কিভাবে পুরো বাড়িতে আগুন লাগে সেই বিষয়ে এখনো পুরোপুরি সঠিক তথ্য জানাতে পারে নি দমকল বাহিনীর কর্মীরা । তবে প্রাথমিক ভাবে এলাকাবাসী সূত্রে জানা গেছে বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূত্রপাত । যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে পুরোপুরি না জানা গেলেও অনুমান করা হচ্ছে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে । পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকেরা । তৎসঙ্গে আগুনের সূত্রপাত বিষয়ে প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেন । এইদিকে সচেতন মহল জুড়ে জল্পনা শুরু হয়েছে যদি দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময়ে না আসতো তাহলে গতকাল রাতে আরো ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা গোটা এলাকায় সংঘটিত হতো । সঠিক সময়ে দমকল বাহিনীর প্রান পন চেষ্টাতেই আপাতত এলাকার আরও অন্যান্য স্থানীয় বাড়ি গুলি অল্পেতে রক্ষা পায় । তবে সব মিলিয়ে গতকাল গভীর রাতে পশ্চিম ঘিলাতলীতে সংঘটিত আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়ে রয়েছে ।

Exit mobile version