Site icon janatar kalam

হিংসার রাজনীতি করছে ভাজপা:সীতারাম ইয়েচুরি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হিংসার রাজনীতি করছে অ্যান্ড্রয়েড কেন্দ্রের ভাজপা। গণতন্ত্রকে ধ্বংস করে একের পর এক রাজ্য জয় করে নিতে চাইছে। তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে এই দলটির বিরুদ্ধে বললেন, কেন্দ্রীয় সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি।নির্বাচনের ঢাকে কাঠি দিয়েছে প্রধান বিরোধী দল সিপিআইএম। শুক্রবার রাজধানীর আস্তাবল ময়দানে শক্তির মহড়া দিয়েছে সিপিআইএম দল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। সারা রাজ্য থেকে জাতি ও উপজাতি উভয় অংশের লোকের সমাগমে আস্তাবল ময়দান যেন হয়ে উঠেছিল লালে রঞ্জিত। এখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিটব্যুরো সদস্য সিতারাম ইয়েচুরি বলেন , হিংসার রাজনীতিতে ব্যস্ত বিজেপি দল। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের নেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, পৃথক তিপরা ল্যান্ড গঠনের নাম করে নতুন করে রাজনৈতিক দল গঠন হয়েছে রাজ্যে। যারা একসময় টিএনবি,টিইউজি করত তারাই এখন পৃথক ত্রিপুরার দাবি তুলছে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, হত 55 মাসে গণতন্ত্রকে শ্মশানের কিনারায় নিয়ে গিয়েছে বিজেপি দল। হরণ করেছে মানুষের বাঁচার অধিকার। এদিনের সমাবেশকে কেন্দ্র করে সিপিআইএম কর্মী-সমর্থকদের অনেকটা উজ্জীবিত প্রাণে দেখা গিয়েছে। সারা রাজ্য থেকে সমাবেশের আগের দিন থেকে লোক আসতে শুরু করেছিল আগরতলায়। তবে সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Exit mobile version