জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যে নতুন এক অধ্যায়ের সূচনা হল শুক্রবার। রাজ্যের আকাশে উড়ল ১৮৯ আসন বিশিষ্ট “আকাশা এয়ার” এর নতুন বিমান। উন্নয়নের প্রধান স্তম্ভই হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। সেই দিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোতভাবে প্রয়াস করছে।আকাশা আগরতলা থেকে গৌহাটি ভায়া ব্যাঙ্গালোরে তাদের পরিষেবা প্রদান করবে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা ও মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ছিলেন আকাশা এয়ারএর কর্ণধাররা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ভাড়া নির্ধারণ করার অনুরোধ জানান।