রাজধানীতে আবারো চুরির ঘটনা . ঘটনা রাজধানীর গাঙ্গাইল রোডস্থিত বিবেকানন্দ ব্যায়ামাগারে . জানা যায় আজ সকালে ব্যায়ামাগার কর্তৃপক্ষের এক অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আজ সকালে এসে ব্যায়ামাগারে দরজা খুলতেই দেখতে পাই এই ঘটনা ব্যায়ামাগারে ফ্যানসহ নিয়ে গেলো ব্যায়ামাগারে কিছু ব্যায়াম সামগ্রী ও , খবর দেওয়া হয় পুলিশে , খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ. এই ঘটনা নিয়ে ব্যায়ামাগারের কর্তৃপক্ষ জানান , তৃতীয় দফা লক ডাউন শুরুর পরে রাজ্যে কারফু জারি করা হয় সন্ধ্যা ৭ টা থেকে পরের দিন সকাল ৫ টা অবধি , সেই সময় ব্যায়ামাগার এলাকা জনশূন্য থাকে নেই কোনো সিকিউরিটি গার্ড এই জনশূন্যতার সুযোগ নিয়েই এই চুরির ঘটনা বলে জানায় ব্যায়ামাগারে সম্পাদক . তাছাড়া পুলিশি ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি.