জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এক মঞ্চে মিশে গেল ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। কেউ রাস্তায় রাত্রি যাপন করবে আর কেউ ঘরে বসে থাকবে। সেটা হবে না, চাকুরীর তাগিদেই একই মঞ্চে একই সঙ্গে আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করব। ১০৩২৩ চাকরীচ্যুত ভিন্ন গোষ্ঠীর মঞ্চে শুক্রবার প্রকাশ্যে এসে বসলেন বামপন্থী গোষ্ঠীর কমল দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমল দেব বলেন, আমার সংগঠন আমাকে নিয়ে কি ভাবছে দেখে লাভ নেই। চাকরির জন্য যারা আন্দোলনে আছে আমি তাদের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি।