Site icon janatar kalam

দেশে ২৬৪ জন পুলিশ কর্মী নিহত, ত্রিপুরাতে নিহত এক : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দেশ রক্ষার্থে গত এক বছরে ২৬৪ জন পুলিশ কর্মী নিহত হয়েছে। ত্রিপুরাতেও নিহত হয়েছে সত্যজিৎ মল্লিক নামে এক পুলিশ সাব ইন্সপেক্টর। পুলিশ স্মৃতি দিবসে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। একজন মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত পুলিশ কর্মীরা। মানুষের নিরাপত্তায় সদা সর্বদা পুলিশকর্মীরা নিয়োজিত রয়েছে। মানুষের জীবন সম্পত্তি রক্ষার যেমন পুলিশের দায়িত্ব, এমনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো সাধারণ মানুষের কর্তব্য। তবেই সমাজে মানুষ ও পুলিশের সমতা বজায় থাকবে। মানুষের নিরাপত্তা দিতে গিয়ে প্রায়ই দেখা যায় বেঘোরে প্রাণ যাচ্ছে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশকর্মীদের। গত এক বছরে দেশে প্রায় ২৬৪ জন মত পুলিশকর্মী বিভিন্নভাবে নিহত হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্যই প্রতিবছর ২১ অক্টোবর তারিখটি পুলিশ স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাতেও গতবছর খোয়াই মহাকুমাতে পুলিশ সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক এর উপর অতর্কিত হামলা চালিয়েছিল এক ব্যক্তি। পরে জিবি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গিয়েছিল এই বীর পুলিশকর্মীর। মুখ্যমন্ত্রী এদিন নিহত পুলিশ সাব-ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের স্ত্রী ও মেয়ের হাতে স্মারক সম্মান তুলে দেন। উপস্থিত ছিলেন নিহতের মা ও বাবা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী পরিবারটিকে যতটুকু আর্থিক সহায়তা করা যায় তার সম্পূর্ণটা করবে রাজ্য সরকার। এই পরিবারের কাছে সরকার দায়বদ্ধ থাকবে। এডি নগর পুলিশ গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীকে এদিন রাজ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।মুখ্যমন্ত্রী শহীদ স্মৃতি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর শহীদ পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা ,পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

Exit mobile version