জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আর্থিক দুর্নীতি চলছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায়। গত দেড় বছর ধরে কোনো হিসেব দিচ্ছে না রাজ্য সরকারকে। রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে জনজাতি মোর্চা। এক অরাজকতা রাজ কায়েম হচ্ছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায়। তিপরা মথা দল ক্ষমতায় আসার পর অর্থাৎ গত দেড় বছর ধরে উন্নয়নকাজ স্তব্ধ হয়ে পড়েছে টি টি এএ ডি সি এলাকায়।ব্যাপকহারে দুর্নীতি রাজ কায়েম হচ্ছে। জন জাতিদের উন্নয়নের টাকা নিয়ে প্রাসাদোপম বাড়ি করছে তিপরা মথা দলের নেতৃবৃন্দ। বর্তমানে এডিসি এলাকায় যে ধরনের রাজত্ব কায়েম হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ও অসহনীয় বলে সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা করেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ তথা জনজাতি নেতা রেবতী ত্রিপুরা। সাংসদ রেবতী ত্রিপুরা বলেন , এডিসি এলাকায় এখন বিনা টেন্ডারে কাজ হচ্ছে।সবকিছুতে চলছে তোলাবাজি। এদিন এডিসি এলাকার আর্থিক দুর্নীতি নিয়ে সরব হয়ে রেবতী ত্রিপুরা আরো বলেন , ভারতের অডিটর জেনারেল এন্ড কন্ট্রোল দীনেশ মুর্মু , ত্রিপুরার রাজ্যপাল কে চিঠি দিয়েছে এবিসি এলাকার দুর্নীতি রোধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য। সাংসদ আরও জানান আগামীকাল অর্থাৎ 19 অক্টোবর এডিসি এলাকার প্রতিটি সাব-জোনাল থেকে রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম প্রদান করা হবে। তারপরও যদি টনক না নড়ে তাহলে সরাসরি রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি দল ও জনজাতি মোর্চা। উল্লেখ্য তিপরাসার উন্নয়নের নাম করে এডিসি এলাকায় যে অরাজগতা কায়েম হচ্ছে তার বিরুদ্ধে সরব হচ্ছে জনতা। আগামী দিনের আন্দোলন কর্মসূচি আরও তীব্রতর হবে বলে জানা যায়।