Site icon janatar kalam

চাকরি নয় এবার পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষা ভবনে ধরনা B.ED এবং D. EL.ED উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টেট পরীক্ষার নোটিফিকেশন জারির দাবিতে ডেপুটেশনে শামিল অল ত্রিপুরা বিএড এবং ডি. এল. অ্যাড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের। দাবি ডিসেম্বরের মধ্যেই জারি করতে হবে নোটিফিকেশন। চাকরি নয় এবার পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষা ভবনে ধরনা দিল অল ত্রিপুরা বিএড এবং ডি. এল. অ্যাড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। অভিযোগ 2022 সাল শেষ হওয়ার আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই যদি টেট-ওয়ান এবং টেট-টু পরীক্ষা নেওয়া না হয় তাহলে এই বছরটি বেকারদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। রাজ্যে বর্তমানে 15 থেকে 20 হাজার বেকার যুবক-যুবতী রয়েছে যারা বিএড এবং ডি. এল. অ্যাড উত্তীর্ণ। বর্তমানে তারা সরকারের কাছে একটাই দাবি অন্তত যাতে এই বছরের নোটিফিকেশন জারি করা হয়।
এদিকে তাদের আরও অভিযোগ এই বছর যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে অনেক বিএড এবং ডি. এল. অ্যাড উত্তীর্ণ বেকার যুবক যুবতীর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। তার জন্য তারা সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছে । উল্লেখ্য রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে আর বি টি এবং টি আর বিটি নামে দুটি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল। বাস্তবে তাদের কাজ কি সেটা উপলব্ধি করতে পারছে না বেকার যুবক যুবতীরা। বোর্ডের কর্মকর্তাদের সাথে বারবার দেখা করতে আসলেও তাদের সাথে কথা বলতে পারছেনা বেকাররা।এনিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এদিন।

Exit mobile version