Site icon janatar kalam

কংগ্রেস দল ভিতরে ও বাইরে গণতন্ত্রে বিশ্বাস করে : সুদীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস হচ্ছে গণতন্ত্রের পূজারী। একমাত্র কংগ্রেস দলের মধ্যেই গণতন্ত্র বিরাজমান। কংগ্রেস গণতন্ত্র বিশ্বাস করে। মন্তব্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। ভারতের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ভোট দান প্রক্রিয়া অনুষ্ঠিত হল সোমবার সারা দেশের সাথে ত্রিপুরাতেও একটি সেন্টার রয়েছে যেখানে মোট 64 জন ভোট প্রদান করবে। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট প্রক্রিয়া চলবে। যেখানে ভোট প্রদান করলেন সুদীপ রায় বর্মন আসিস কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের সভাপতি ও অন্যান্যরা। সর্বভারতীয় সভাপতির প্রার্থীরা হলেন মল্লিকা অর্জুন খারগে এবং শশী থারু। এদিন ভোট প্রদান পর্ব শেষ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন। সবকটি রাজনৈতিক দলের কাছে আবারও প্রমাণ করে দিল একমাত্র কংগ্রেস দলের মধ্যেই গণতন্ত্র রয়েছে। সারাদেশে কংগ্রেসই পারে সাধারন মানুষদের গণতন্ত্র ফিরিয়ে দিতে। বিধায়ক সুদীপ রায় বর্মন আরও বলেন , একমাত্র কংগ্রেস দল দলের ভিতরে ও বাহিরে গণতন্ত্রের প্রয়োগ করে। সভাপতি নির্বাচন প্রমাণ দেখিয়ে দিল দলের ভিতরে গণতন্ত্র। এদিকে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া শেষ করার জন্য ত্রিপুরা এসেছে দুইজন প্রার্থীর নির্বাচনী এজেন্টরা। তাদের সামনে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ভোট শেষ হওয়ার পর নির্বাচনী এজেন্টরা ভোট বাক্স নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে দুই প্রার্থীর প্রতিনিধিদের সামনেই প্রকাশ্যে অনুষ্ঠিত হবে ভোট গণনা। ত্রিপুরার ভোট প্রক্রিয়া নিয়ে রাজ্যে অবস্থান করছেন আইসিসি নিযুক্ত পিআরও আব্দুল হান্নান। সব কটি রাজ্যে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর। ব্যালট বাক্স গুলি দিল্লিতে পৌঁছে গেলে, শুরু হয়ে যাবে গণনা পর্ব। তারপরেই প্রকাশ্যে আসবে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতির নাম।

Exit mobile version