লক ডাউনের জেরে বাহিরাজ্যে আটকে পড়া রাজ্যের নাগরিকদের রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারি খরচে তাদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রতন লাল নাথ জানান বড় বড় রাজ্য গুলিতে আটকে থাকা রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনা হবে। তার জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছিল ই পোর্টাল। এই ই পোর্টালের মাধ্যমে প্রচুর আবেদন পত্র জমা পড়েছে। মোট ২৬০০২ টি। তিনি জানান প্রথম অবস্থায় কর্ণাটক থেকে আগরতলার উদ্দেশ্য একটি ট্রেন আগামী কাল যাত্রা করবে। ১২০০ জন যাত্রী নিয়ে রওয়ানা দেবে এই ট্রেন । তবে এই জায়গায় ই পাস যারাই পেয়েছে তারাই ট্রেনে চড়তে পারবে। কারন সবটাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তিনি জানান মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিম বঙ্গ ও অসমেও রাজ্যের বহু নাগরিক আটকে আছে।