জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজের ছবি লাগিয়ে পোস্টার লাগালেই সুশাসন হয় না। সুশাসন কাকে বলে সেটা মানিক সাহাকে বেঙ্গল মডেল এনে দেখিয়ে দেওয়া হবে। বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তৃণমূল সাংসদ আরও বলেন, 2018 সালে বিজেপি যখন ক্ষমতায় আসে তখন সিএনজি গ্যাসের দাম ছিল প্রতি কেজি 41টাকা বর্তমানে সিএনজি গ্যাসের দাম হয়েছে প্রতি কেজি 81টাকা। তৃণমূল সাংসদ মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে দাবি জানিয়েছি অবিলম্বে যাতে সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম কমানো হয়। নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।