জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেসই পারে রাজ্যে সুশাসন ও মানুষের প্রত্যাশা পূরণ করতে। সে ভাবনা থেকেই গোটা রাজ্যেই মানুষ কাতারে কাতারে কংগ্রেস দলে যোগদান করছে।দলের একটি যোগদান কর্মসূচিতে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে ১৬ পরিবারের ৬৬ জন ভোটার বিধায়কের আবাসে এসে বিজেপি দল ছাড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন বলে দাবি করা হয়েছে দলীয় তরফে। সুদীপ রায় বর্মন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।