Site icon janatar kalam

সংস্কৃতি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না : সুশান্ত চৌধুরি

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- সংস্কৃতি হল একটি জাতির প্রধান মেরুদন্ড।সংস্কৃতি ছাড়া কোন দেশ কোন মানুষ কোন একটি পরিবার বাঁচতে পারে না। তাই সংস্কৃতি চর্চা করা আমাদের নৈতিক কর্তব্য বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভারতবর্ষের উদীয়মান সংগীত শিল্পী তথা জিবাংলা সারেগামাপা খ্যাতনামা সংগীত শিল্পী অনন্যা চক্রবর্তী এবং বিশ্বজিৎ দাস ত্রিপুরা রাজ্যে এই প্রথম বারের মতো সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যার উদ্যোক্তা তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব। অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রাজ্যে পৌঁছেছে সংগীত শিল্পী অনন্যা চক্রবর্তী। মূলত বিজয়া দশমী উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সদস্যরা। শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। অনন্যা চক্রবর্তী এবং বিশ্বজিৎ দাসের অনুষ্ঠান’কে কেন্দ্র করে সংগীত শ্রোতাদের জনজোয়ারে ভাসলো মাঠ প্রাঙ্গন । এদিন সন্ধ্যার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধান সভার মুখ্য সচেতক কল্যানী রায়, সহ অন্যান্যরা। উল্লেখ্য এই প্রকার অনুষ্ঠানের আয়োজন এই প্রথম বার কোনো ক্লাবের উদ্যোগে হয়েছে বলে অভিমত বিভিন্ন মহলের।

Exit mobile version