Site icon janatar kalam

ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মানুষের সাথে সম্পর্ক উন্নয়নে খামতি আছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা গোটা বিশ্বের মধ্যে একটা বড় প্রকল্প। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এত বড় প্রকল্পের কারণে বাহবা দেওয়া হচ্ছে। বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার রবীন্দ্রভবনে এই যোজনার চতুর্থ বর্ষপূর্তি এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। শনিবার ছিল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চতুর্থ বর্ষপূর্তি এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের প্রথম বর্ষপূর্তি। এই উপলক্ষে রবীন্দ্রভবনে রাজ্য ভিত্তিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভাষণে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করায় বিশ্বের বহু রাষ্ট্র থেকে বাহবা দেওয়া হচ্ছে। অনেকেই জিজ্ঞাসা করছেন কিভাবে যোজনা আনা হয়েছে এবং কিভাবে মানুষকে এর বেনিফিট দেওয়া হচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের 100% বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের শুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে এটা সফল করে তুলতে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। সবকিছু 100% হয়ে যাবে, তা কিন্তু নয় ,বললেন মুখ্যমন্ত্রী। এছাড়া ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মানুষের সাথে সম্পর্ক উন্নয়নে খামতি আছে। এটাকে দূর করতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবারও মান উন্নয়ন করতে হবে।

Exit mobile version